লোডশেডিং এর বিকল্প ভাবনা..


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ / ৩৬৬
লোডশেডিং এর বিকল্প ভাবনা..
Spread the love

বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে পিক বা অফপিক আওয়ার হিসেব করে ইউনিটের দাম নির্ধারন কি বিদ্যুৎ লোডশেডিং এর বিকল্প হতে পারে না? কতটা লাইট ফ্যান চলবে কখন কোন সময় কতটা সময় ধরে তার হিসেব গ্রাহকের কাছেই থাক। বর্তমানে দেশে অধিকাংশ গ্রাহকের বাসায় বিদুৎ এর প্রিপেইড মিটার, মিটার গুলিতে পিক অফপিক ঘন্টার হিসেবে ইউনিট চার্জ কর্তনের ব্যবস্থা করাতে পারলে এই ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে একদিকে যেমন প্রয়োজনীতার উপর ভিত্তি করে বিদ্যুৎ ব্যবহার হবে তেমন গ্রাহক অপ্রয়োজনীয় বিদ্যুৎ এর ব্যবহার থেকে বিরত থাকবে। পাশাপাশি সরকারের একার উপর চাপটাও কমবে এবং গ্রাহক তার চাহিদা মতো সুবিধাজন পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করবে।  — জাহাঙ্গীর কবির জুয়েল লেখক, কবি ও সাহিত্যিক।

Translate »