গুরুত্বহীন 


প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৫:১৮ পূর্বাহ্ণ / ২৭৫
গুরুত্বহীন 
Spread the love
অভিষেক রায় সাহা
একটু অবহেলায়
ঘুনে পোকার মত
ভিতরে ভিতরে সব শেষ।
অন্ধকারে আলো থাকার সত্বেও,
অন্ধকারে হারিয়ে যাওয়া জীবন আমি।
পথ জেনেও  ভুল পথে হারিয়ে যাওয়া পথিক আমি, ৷
সাঁতার জেনেও পানিতে ডুবে যাওয়া মৃত্যু আমি।
সব জেনেও না
জানা আমি,
অবহেলার মাঝে,
গুরুত্বহীন অবহেলা আমি।
Translate »