সর্বনাশী বন্যা
প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ১:৩৪ অপরাহ্ণ /
২৭৭

আরিফ সরদার
ভীষণ প্রলয়ঙ্কারী! ওগো সর্বনাশী বন্যা
ডুবিয়ে দিচ্ছো আবাসভূমি কোথায় দিব ধন্যা।
ডুবলো মাঠ-ঘাট আমার ডুবলো সবকিছু
চারিদিকে পানি থৈথৈ একটু নেই উঁচু।
ঘরের মধ্যে কোমর পানি শুধু আহাজারি
বিশুদ্ধ খাবার পানিটুকু নেই এখন কি যে করি!
মানবতার কান্না আজকে লাগছে নিদারুন
কি বেদনার্ত চিত্তে লাগে দৃষ্টিতে করুণ।
সর্বহারা ব্যথিত সব মানুষ গুলোর পানে
অশ্রু ঝড়ে চক্ষুদ্বয়ে দাগ কেটে যায় আজ মনে।
খুঁজছে ওরা আশ্রয়স্থল যে মাথা গুজার ঠাঁই
ভাসছে জলে গবাদিপশু দৃষ্টি আছে ভাই?
বিচূর্ণিত ধ্বংসকারী! ওগো সর্বনাশী বন্যা
সহ্য করি কেমনে ওরা আমার কি ভাই-বোন না?
বন্ধ সেথায় বিদ্যুৎ সংযোগ যোগাযোগ ব্যবস্থা
খোঁজ-খবর নেওয়া দুষ্কর কেমন অবস্থা!
দেশেনেত্রী সবে জানে আপনি মানসকন্যা
ওদের উপর তারাতাড়ি দয়ার দৃষ্টি দেন না!
ভালো থাকলে আমরা সবাই তবেই -তো শান্তি
অসহনীয় অবস্থা দেখে বাড়ছে বড় ক্লান্তি।
শুনতে চাই না মায়ের করুণ সুরের কান্না
ওগো দয়াময়! বন্ধ করো তোমার ক্রোধের বন্যা।
মার্জনা করো দয়ার্দ্র মহাজন সকল অপরাধ
ধুয়ে-মুছে দাও এবার তুমি যত অবসাদ।
Post Views: ২৬৬
আপনার মতামত লিখুন :