লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর মাসিক রেগুলার ক্লাব মিটিং অনুষ্ঠিত 


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ণ / ২৭৪
লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর মাসিক রেগুলার ক্লাব মিটিং অনুষ্ঠিত 
Spread the love

লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই এর নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ সিহান এর পরিচালনায় ওয়াসা মোড় এ হোটেল কুটুম্ব বাড়িতে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন তাহের আহমেদ আরো বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন এবং ক্লাবের কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াছ সিরাজী সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ সিহান ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার কামরুল আলম লায়ন মেহেদী হাসান চৌধুরী লায়ন জামাল উদ্দিন লায়ন ওয়াহিদ উল্লাহ লায়ন এস এম রাসেদ লায়ন রফিকুজ্জমান লায়ন কামরুল হাসান লায়ন রিয়াজ উদ্দিন চৌধুরী লায়ন আবদুল আজিজ প্রমুখ সভায় ক্লাব ডিরেক্টর লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল কনসার্ন জোন চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয় এবং আগামী দিনের সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়

Translate »