মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বোদায়


প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ৯:২৫ পূর্বাহ্ণ / ৩২৫
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বোদায়
Spread the love

মোঃ মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ বিশ্ব নবী সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমনাননাকর মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১১টায় সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমাদের উদ্যোগে মিছিলটি বোদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ বিশ্ব নবী, বিশ্ব
মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) সম্পর্কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য ভারতের বিজেপি নেতা
নুপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবী করেন সমাবেশে শতশত ধর্মপ্রাণ মুসলিমগণ।

এবং নুপুর শর্মা ও নবীন জিন্দালীর দ্রæত শাস্তি
নিশ্চিতকরণের জন্য ভারত সরকারের কাছে জোর দাবি জানান। এছাড়া বক্তারা ভারতীয় সকল পণ্য সামগ্রী বর্জনের ঘোষণা দিয়ে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

Translate »