

বিচার বিভাগ,চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিনিয়র জেলা জজ আজিজ আহাম্মদ ভূঁইয়া।
মোহাম্মদ নুরুল আজম:
বিচার বিভাগ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আদালত ভবনস্থ শহীদ মিনারে সকাল ৯.০০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্মেলিত টি-শার্ট বিতরণ করা হয়।সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহাম্মদ ভূঁঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী। আলোচনা সভায় মহানগর দায়রাজজ ড. জেবুন্নেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ) ফজুল আজিম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম সহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রাম বিচার বিভাগের জেলা জজ পর্যায়ের বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা জজ/ অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম জেলা জজ/ যুগ্ম মহানগর দায়রা জজ/ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগন এবং সিজেএম কোর্টের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, জেলা জজ আদালতের নাজির এনামুল হক আকন্দসহ আদালতের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অালোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :