

হাটহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ ১৫ ই আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ২য় তলাস্থ হাটহাজারী প্রেস ক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ ১৫ ই আগস্টের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম হোসেন মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো.হোসেন, ,নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, দপ্তর সম্পাদক আবু তালেব, সদস্য মো.আলাউদ্দীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, “৭৫ এর ১৫ আগষ্ট ইতিহাসের কালো অধ্যায়। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন ৭৫ এর ১৫ আগষ্টকে কেউ ভুলতে পারবে না। সেদিন জাতির পিতাকে শুধু হত্যা করা হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রও করেছিলো। বঙ্গবন্ধু একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাই মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ভিন্নতা থাকতে পারে না।” আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাৎ বরণ করা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :