

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম সহ ডাকাত দলের সদস্য মোঃসাঈদ(২১) নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ।বুধবার(২৪আগষ্ট) বিকেলে ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার আবদুল কাদের দপ্তরীর বাড়ীর ডাকাত সাদ্দামের ঘর থেকে সাঈদকে গ্রেপ্তার করে।এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জামাদি উদ্ধার করে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার সহ ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল,১টি টিপ ছুরি, ১টি এ্যালুমনিয়াম পাইপের হাতলযুক্ত লাঠি ১টি লোহার তৈরী কোরাবাড়ী ১টি লোহার তৈরী প্লাস,১টি লোহার তৈরী হাতুড়ী,১টি লোহার তৈরী করাত,১টি লোহার তৈরী বাটাল উদ্ধার করে। আটককৃত সাঈদ ফতেয়াবাদ ২,নং ওয়ার্ড আবদুল কাদের দপ্তরীর বাড়ির আঃ খালেকের পুত্র। তবে অপর সহযোগী ডাকাত সাদ্দামকে আটক করতে পারেনি। এঘটনায় মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ সোহেল আহমেদ বাদি হয়ে মামলা রুজু করেন। হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ এক জনকে আটক করে।আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :