হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ / ২৬২
হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড
Spread the love

গোপালগঞ্জে ভাড়ায় মোটরসাইকেলচালক আলী আকবর হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মোল্লার বাড়ির জালাল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৬) ও একই গ্রামের ফরাজি বাড়ির মান্নান ফরাজির ছেলে নুরু ফরাজি (৩৮)। আসামিরা পলাতক রয়েছেন। নিহত আলী আকবর কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের কাদের শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহণ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৩ এপ্রিল  আলী আকবর ও তার ভাই আলী আহম্মদ গোপালগঞ্জ শহর থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন। ওই বছরের ২৩ মে সন্ধ্যা ৭টার দিকে আসামি নুরু ফরাজি ও সুমন মোল্লা কোটালীপাড়া মহুয়া সিনেমা হলের সামনে থেকে মাদারীপুরে টেকেরহাট যাওয়ার উদ্দেশ্যে আলী আকবরের মোটরসাইকেল ভাড়া করে।

আলী আকবর ভাড়া নিয়ে গেলে ছোট ভাই আলী আহম্মদ তার জন্য অপেক্ষা করতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে আলী আহম্মেদের মোবাইল ফোনে কল করলে বন্ধ পায়। পরে তারা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে কিন্তু তার কোনো সন্ধান পায় না। পরের দিন ২৪ মে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া-গান্দিয়াসুর সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা তাদের খবর দেয়। এরপর পরিবারের লোক এসে আলী আকবরকে শনাক্ত করে।

ওই দিন নিহতের ছোটভাই আলী আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোটালিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। কোটালীপাড়া থানা পুলিশ মামলা তদন্ত করে ২০০৯ সালের ১৪ জানুয়ারি ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও মামলার বিচারক দুই আসামির মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুইজনই পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান পিটু জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Translate »