

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ( ১৯ আগস্ট) এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি বিবৃতিতে সুইডেন পুলিশের পক্ষ থেকে বলা হয়, আহত এক ব্যক্তি মারা গেছেন। আহত আরেক নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কোনো সন্ত্রাসী হামলা নয় ।
স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, সন্দেহভাজন ব্যক্তি নির্বিচারে ভিড়ের মধ্যে গুলি করেছে। তবে পুলিশ এটি নিশ্চিত করেনি।
পুলিশের এক মুখপাত্র জানান, আমরা বিশ্বাস করি তাৎক্ষণিক বিপদ এখন কেটে গেছে।
গত জুলাইতে মালমো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ডেনমার্কের কোপেনহেগেন শহরের একটি শপিংমলে বন্দুক হামলায় তিনজন নিহত হন।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :