সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হার : মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ৪:৪৭ অপরাহ্ণ / ৩৩৮
সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হার : মির্জা ফখরুল
Spread the love

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা আমরা বহু আগে থেকেই জানি, যে কারণে আমরা আগেই বলে দিয়েছি যে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না, পরিষ্কার করে বলেছি। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে, তাদের আরও বৈধতাদেওয়াআজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা’ শিরোনামে এ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিএনপিপন্থী অংশ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন  ‘আমি মনে করি, আমাদের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাব্যবস্থাসহ সবকিছু যদি আমরা রক্ষা করতে চাই তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।

Translate »