রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধন


প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ৫:০৫ অপরাহ্ণ / ২৯৬
রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধন
Spread the love

নিজের রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। কিন্তু চারদিন পরই ডিভোর্সের ঘোষণা দেন খায়রুল আনাম নামে ওই যুবক। এই চারদিনে কী এমন হলো যে ডিভোর্স দিতে হলো?

এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি রাইস কুকারকে চুমু খাচ্ছেন। অপর এক ছবিতে কাবিননামায় স্বাক্ষর করছেন। আরও একটি ছবিতে দেখা যায়, যন্ত্রটি তার পাশে রাখা, আর সে বিয়ের কাজির সঙ্গে হাত মেলাচ্ছেন।

পোস্টের ক্যাপশনে এই যুবক লিখেছেন, তিনি তার রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় এবং রান্নায় ভালো।

কিন্তু এর চারদিন পরই আনাম রান্নাঘরের সরঞ্জামটিকে ডিভোর্স দিয়েছেন। কারণ হিসেবে বলেন, এটি কেবল ভাত রান্না করতে পারে।

Translate »