

নিজেস্ব প্রতিবেদকঃ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার (৬৭ বিলিয়ন)। সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের রাজস্ব আয় থেকে তা ৭০০ কোটি ডলার বেশি। বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় হয়েছে প্রায় ৬ হাজার কোটি ডলার।
বুধবার (২০ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি আয়ের এই লক্ষ্যমাত্রা ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৮০০ কোটি ডলার, আর সেবা রফতনির লক্ষ্যমাত্রা ৭০০ কোটি ডলার।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :