যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ / ২৫৯
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি
Spread the love

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া যুক্তরাষ্ট্রে অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না—  ভিসা দেওয়ার ক্ষেত্রে এমন শর্ত উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর  দুই দিনব্যাপী অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে আইজিপির। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে তিনিসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ সামিটে যোগ দেবে।

২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাবের) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজস্ব বিভাগ।

Translate »