মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্ন ব্যাখ্যা


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ / ৩০০
মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্ন ব্যাখ্যা
Spread the love

গত ২২/০৮/২০২২ খ্রি. তারিখ অনলাইন নিউজ পোর্টাল তথ্য প্রকাশ এবং ২৩/০৮/২০২২ খ্রি. দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার শেষের পাতায় ” বাউফলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের অনিয়ম দূর্নীতির অভিযোগ”” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। । চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন, যে অভিযোগের সাথে আমার দপ্তরের কোন সংশ্লিষ্টতা নাই। উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আওতাধীন প্রকল্প ‘উপকূলীয় চরাঞ্চলের সমন্বিত প্রাণীসম্পদ প্রকল্প’ এর মাধ্যমে হতদরিদ্রদের হাঁস, মুরগী, ভেড়া প্রদান করে থাকে। যার সাথে একমাত্র সংশ্লিষ্টতা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা থাকে। আমার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সাথে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের কাজের কোন মিল বা সংশ্লিষ্টতা নাই। সংবাদ কর্মী যাছাই বাচাই এবং ঘটনাস্থলে না গিয়েই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ মাহবুব আলম তালুকদার
সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা ( অঃ দাঃ)
বাউফল, পটুয়াখালী।

Translate »