মামলা করে বিপাকে গৃহবধূ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ / ২৩২
মামলা করে বিপাকে গৃহবধূ
Spread the love

পটুয়াখালীতে স্বামী-সন্তানের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদীকে অশ্লীল ভাষায় হুমকি-ধমকি দিয়ে নিজ বসতভিটা ছাড়তে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

মঙ্গলবার পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোসা. রুনু আক্তার। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সদর থানার এসআই রতন কুমার হাওলাদার বলেন, মেডিকেল রিপোর্ট পেলে প্রতিবেদন দেব। হতাশ হওয়ার কিছু নেই।

সংবাদ সম্মেলনে গৃহবধূ রুনু আক্তারে ছেলে ফেরদৌস লিখিত বক্তব্যে বলেন, গত ৩১ আগস্ট পৈতৃক সম্পত্তি বণ্টনের কথা বলে তার বাবা মো. ফোরকান হাওলাদারেক ঘরে ডেকে নিয়ে যায় চাচা রফিক হাওলাদার। সেখানে বাগবিতণ্ডা হলে হারুন হাওলাদার ও তার স্ত্রী শাহনাজ ও রফিক হাওলাদার ও তার স্ত্রী তামান্না তার বাবাকে মারধর করে মারাত্মক জখম করে।

তিনি বলেন, হামলার ঘটনায় তার বাবা ফোরকান পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে মা রুনু আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্তরা বাদী ও সাক্ষীকে নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন তারা। এর পূর্বে আমার মা ও আমি মারধরের শিকার হয়েছি। অভিযুক্তরা তাদের পৈতৃক সম্পত্তিকে থেকে বঞ্চিত করতে দীর্ঘদিন থেকে নানাভাবে হয়রানি করে আসছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে রফিক হাওলাদার বলেন, ফোরকান আমাকে মারতে এসে নিজেই আহত হয়েছেন। আমরা তাকে কিছু বলিনি।

Translate »