বেনাপোল সীমান্তে ১কেজি ১১৬ গ্রামের ১০টি স্বর্ণের বারসহ আটক দুই


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ / ২৫৬
বেনাপোল সীমান্তে ১কেজি ১১৬ গ্রামের ১০টি স্বর্ণের বারসহ আটক দুই
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক করেছে ২১ বিজিবি।
বুধবার দুপুরে ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।
আটক হাবিবুর রহমান (২৯)বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫)একই গ্রামের আবু বক্করের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন,গোপন সংবাদে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল।এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দশটি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং ‘পাচারকাজে ব্যবহৃত’ মোটরসাইকেল, স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

Translate »