বাকেরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ / ২৮০
বাকেরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
Spread the love

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গল শোভাযাত্রা ও আলোচনার মধ্যদিয়ে বরিশালের বাকেরগঞ্জ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীরা খণ্ড খণ্ড শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সার্বজনিন শ্রী শ্রী দূর্গা মন্দিরে সমবেত হয়।সে সময়ে মন্দির কমিটির সভাপতির সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিতি ছিলেন আলাউদ্দিন( মিলন) অফিসার ইন চার্জ বাকেরগঞ্জ থানা,সুজন দেবনাথ কাউন্সিলর ৩ নং ওয়ার্ড , সুনিল কুমার দাস ঝন্টু,বরুন কুমার শাহা,জগদীশ কুমার মিত্র কাউন্সিলর ৮ নং ওয়ার্ড ,অঞ্জু রানী মহিলা কাউন্সিলর, শংকর চন্দ্র শীল, অমল চন্দ্র দাস সিবু, বিপ্লব মিত্র,সাংবাদিক অরুন কুমার দাস,উত্তম কুমার এশিয়ান টেলিভিশন বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি, পবিত্র চক্রবর্তি সহ জন্মাষ্টমী উপলক্ষে আগত ভক্ত বৃন্দ।আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয় ।

Translate »