বাউফলে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ / ২৭৯
বাউফলে জাতীয় শোক দিবস পালিত
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

পটুয়াখালীর বাউফলে যথাযথ মর্যাদায় মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য (প্রাথমিক) মোঃ হাসীব আলম তালুকদার। উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ প্রঙ্গনে প্রায় ৫হাজার লোকের উপস্থিতিতে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেরর মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। কাছিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সহকারী অধ্যপক এইচ এম মিরনের উপস্থাপনায় প্রধান আথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসিব আলম তালুকদার। এছারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার জাহিদ, আ. মমিন খান, হাবিবুর রহমান, আ. মালেক মীর প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে হাসিব আলম তালুকদার বলেন, আমার বাবা একজন বীর উত্তম। স্বাধীনতা পদকপ্রাপ্ত বিমান বাহীনির গ্রুপ কমান্ডার ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে একজন বিশ্বস্ত সহযোগী। বঙ্গবন্ধুর স্ব-পরিবারে হত্যার সাথে জড়িতদের বাংলার মাটিতে ঠাঁই হবে না বলে হুশিয়ারী দেন তিনি। এসময় তিনি বাউফলের মাটি ও মানুষের ভালবাসা নিয়েও কাজ করতে চান বলে উল্লেখ করেন।এর আগে সারে ১০টায় উপজেলা চত্ত্বর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। পরে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Translate »