বাউফলে গাঁজা সহ মাদক কারবারি আটক


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২২, ৩:৫০ অপরাহ্ণ / ৩০০
বাউফলে গাঁজা সহ মাদক কারবারি আটক
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

পটুয়াখালীর বাউফল থানাকে মাদকমুক্ত করতে পুলিশের কয়েকটি চৌকস টিম মাঠে কাজ করছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মো. ফয়সাল ব্যাপারী(২৫) নামের এক মাদক বিক্রেতাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল । শনিবার ভোর আনুমানিক ৫:৪৫ মিনিটের দিকে উপজেলার কালিশুরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান ব্যাপারীর ছেলে ফয়সাল এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।ঘটনার দিন ভোরে এস আই রফিকুল ইসলাম ও তার সংঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা ফয়সালকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”

Translate »