

উত্তম কুমারঃ
বরিশালের বাকেরগঞ্জ ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত উপজেলা ভূমি অফিস বুধবার ৩ টায় উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক জসিমউদদীন হায়দার। ১৯-২০ অর্থবছরের গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১ কোটি ৭৫ লাখ টাকায় ভবনটি নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পলি ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন। তিনি অফিস চত্তরে বকুল ফুলের চারা রোপন করেন। এসময় জেলা প্রশাসক জসিমউদদীন হায়দার বলেন দেশের সংকটময় সময় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দক্ষিনাঞ্চালে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু প্রমুখ।
আপনার মতামত লিখুন :