পটুয়াখালী বজ্রপাতে দুই কৃষক নিহত


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ / ২৭৯
পটুয়াখালী বজ্রপাতে দুই  কৃষক নিহত
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরো

পটুয়াখালীর গলাচিপায় একই দিনে পৃথক স্থানে বজ্রপাতে মামুন প্যাদা ও মোস্তফা হাওলাদার নামে দুই কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরের বৈরীআবহায় ঝড়বৃষ্টি শুর হয়। এসময় আনুমানিক ৩ টার দিকে উত্তর কাজলের মামুন প্যাদা নামের এক কৃষক চাষাবাদের কাজ করা কালে বজ্রপাতে নিহত হন। অন্য দিকে এক’ই দিনের বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে মাঝেঁর চর এলাকায় ধানের বীজ রোপন করার সময়ে মোস্তোফা হাওলাদার (৫০) নামের এক কৃষক ও বজ্রপাতে নিহত হন। নিহত মোস্তফা হাওলাদার গলাচিপা পৌর সভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা ছিলেন বলে জানাগেছে।

Translate »