

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো
পটুয়াখালীতে আলোচনা সভা, দোয়া মিলাদ ও সেলাই মেশিন বিতরনসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা, দোয়া মিলাদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুলস্নাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ফজিলাতুননেছা আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক শিরিন সুলতানা। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রম্নহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আঃ হালিম।
বক্তারা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর আদর্শ ও কর্মময় জীবনের উপর স্মৃতিচার করেন এবং তাঁর আদর্শ ও কর্মযজ্ঞ উপলব্ধি করে চলার পরামর্শদেন বক্তারা।
আলোচনা ও দেয়া মোনাজাত শেষে প্রশিক্ষত দুস্থ্য ও অস্বচ্ছল নয়জন মহিলার হাতে সেলাই মেশিন তুলেদেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মেশিন প্রাপ্তরা হলেন মুক্তা কর্মকার, বর্না দাস, নাসরিন সুলতানা, শিরিন আক্তার, রিতা রানী, মুক্তা বেগম, শাহনাজ নিপা, বিলকিস বেগম ও খাদিজা আক্তার।
এর আগে জেলা মহিলা আওয়ামীলেিগর সভাপতি ও এমপি কাজী কানিজ সুলতার নেতৃত্বে শহরে এক বিশালর্ যালী অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :