পঞ্চগড়ের বোদায় ৩ দিন ব্যাপাী কৃষি মেলার সমাপনি অনুষ্ঠান


প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৫:০৪ পূর্বাহ্ণ / ৩৫৮
পঞ্চগড়ের বোদায় ৩ দিন ব্যাপাী কৃষি মেলার সমাপনি অনুষ্ঠান
Spread the love

মাজহারুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় তিন দিন ব্যাপী কৃষি ও গ্রামীণ উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি ও গ্রামীণ উন্নয়ন মেলার সমাপনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী দুলাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. মামুন অর রসিদ। সমাপনি অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম লিমন।

Translate »