নিকলীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ / ২৮০
নিকলীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
Spread the love

মোঃ হাবিব মিয়া :

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে ধনু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাফায়েত উল্লাহ নামে ৪ বছরের এক শিশু মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাফায়েত উল্লাহ সিংপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামের মজিদ মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের ধনু নদীতে গোসল করতে যায় শিশু সাফায়েত উল্লাহ। এক পর্যায়ে নদীতে তলিয়ে যায় সে। ঘটনার পর প্রথমে শিশু সাফায়েত উল্লার পরিবারের লোকজন ও এলাকাবাসী নদীতে উদ্ধার অভিযান চালায়। তারা শিশু সাফায়েত উল্লাহকে উদ্ধারের ব্যর্থ হয়ে খবর দেয় নিকলী ফায়ার সার্ভিসকে, নিকলী ফায়ার সার্ভিস অফিসার মোঃ শফিকুল ইসলামের এর নেতৃত্বে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘন্টার অভিযানে শিশুর মরদেহ উদ্ধার করে। সিম্পল ইউনিয়নের নয়াহাটি ৫ নং ওয়ার্ডের মেম্বার মুরাদ মিয়ার হাতে মৃত শিশু শাফায়েত উল্লাহকে তুলে দেয়। এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ সততা নিশ্চিত করে।

Translate »