

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর দুমকি থানা পুলিশের অভিযানে ৩৭৫৫ পিচ ইয়াবা সহ রুবেল সরদার (২৮), নামের এক জনকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল বাউফল সদর মুসলিম পাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ সরদারের ছেলে।
শুক্রবার (০২সেপ্টেম্বর) তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় দুমকি থানার পায়রা সেতুর টোলপ্লাজা থেকে জব্দকৃত অবৈধ ইয়াবাসহ আসামি রুবেল কে আটক করা হয়।
পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম) (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরীর নির্দেশনায় এবং দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর তত্বাবধানে এস আই সাকায়েত,এস আই রাজিব, পি,এস,আই ইব্রাহীম ও অন্যান্য সংগীয় ফোর্সসহ লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করে রুবেল হাওলাদার (২৮), কে আটক করে এবং তাহার নিকট হইতে ৩৭৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :