দশমিনায় সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ / ৩১৮
দশমিনায় সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু
Spread the love

রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনা-কালাইয়া সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ফিরোজা বেগম(৫০) নামে এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১০ টার সময় দশমিনা উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ দাস পাড়া গ্রামের নতুন বাজার সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফিরোজা সড়ক ক্রস করার সময় কালাইয়া গামী একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে এসে এ দূর্ঘটনা ঘটায়।
এরপর স্থানীয়রা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরতর হওয়ায় বরিশাল সেবাচিমে পাঠানো হয় বরিশাল সেবাচিমে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজা (৫০) দক্ষিণ দাস পাড়া গ্রামের ইউনুস মালের স্ত্রী।

এ বিষয়ে এস আই তৌসিফ ঘটনা স্থলে তদন্তে আসে। তিনি জানান এ ব্যাপারে দশমিনা থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

Translate »