তাড়াইলে বিপুল পরিমান মাদক উদ্ধার
প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ /
২৬৩

কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন বিদেশি ব্রান্ডের চব্বিশ বোতল মদ ও দুইশত পঞ্চাশ গ্রাম গাজা তাড়াইল থানা পুলিশ উদ্ধার করেছে। তাড়াইল সাচাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক এর অফিসের পিছন হইতে এ মাদক উদ্ধার করা হয়।
তাড়াইল থানা সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত্রে তাড়াইল থানার ওসি মো: রফিকুল ইসলাম, এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই অরুন বিশ্বাসসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে সংগ্রাম ভৌমিকের অফিসের পিছন হইতে ২৪ বোতল মদ উদ্ধার করে। ঘটনাস্থল হইতে পাঁচ মাদক ব্যবসায়ী শান্ত ভৌমিক, সোহেল মিয়া, শাহীন মিয়া, পিয়াস পাল ও রাসেল মিয়াকে ধৃত করা হয়। ধৃত আসামী শাহীন ও রাসেলের দেওয়া তথ্য মতে অফিসের পিছনে টয়লেটের ময়লা হইতে টিনের কৌটায় রক্ষিত ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পয়ষট্টি হাজার পাচশত টাকা বলে জানা যায়। এ বিষয়ে তাড়াইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ওয়াদা করেছি তাড়াইলকে মাদকমুক্ত করব। এরই ধারাবাহিকতায় বিগত রাত্রে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
Post Views: ৩০৪
আপনার মতামত লিখুন :