তাড়াইলে জাতীয় শোক দিবস উদযাপিত
প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২২, ১০:১০ অপরাহ্ণ /
২৬৯

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে জাতির জনক বংগবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। সকালে শোক র্যালীর মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। অত্র র্যালীতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাড়াইল উপজেলা পরিষদের হল জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারমেন জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, ভাইস চেয়্যারমেন নার্গিস ল সুলতানা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীসহ সকল মুক্তিযোদ্বাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়াও তাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার বিতরন শেষে বিদ্যালয় প্রাংগনে জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ মহসিন রানা।
তাছাড়াও অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি খোকন ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু জাহেদ, সমাজসেবক রাহুল বিশ্বাস প্রমুখ।
Post Views: ৩২৫
আপনার মতামত লিখুন :