ডাকাতদের অস্ত্রের আঘাতে নৈশ প্রহরী নিহত


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ / ২৭২
ডাকাতদের অস্ত্রের আঘাতে নৈশ প্রহরী নিহত
Spread the love

ফারুক হোসেন, যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার পৌর এলাকার রাজাপট্টিতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নৈশ প্রহরী খুন হয়েছে। নিহত নৈশ প্রহরী আব্দুস সামাদ (৮০) ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের  মৃত. তুরফান মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে ঝিকরগাছার পৌর এলাকার রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপ ব্যাটারির দোকানে ৮/১০জন ডাকাত হানা দেয়। এসময় তারা বাজারের নৈশ প্রহরী সামাদ সুকুমার, ইউসুফ, কামালকে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে আটকিয়ে দোকানের পাশে ফেলে রাখে। এরপর ওই দোকান থেকে ২৫ টা গাড়ির ব্যাটারি নিয়ে যায়। যাওয়ার সময় সামাদকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। দোকান মালিক খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – ব্যাটারির মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে।
স্থানীয়রা আরো জানান, ওই দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২ তলার ক্লাপসিবল গেটের ২ তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারীর দোকানের তালা কেটেছে ডাকাতদল। সকালে দোকান বন্ধ থাকায় মালামাল নিয়েছে কি না জানা যায়নি।
ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার জানান, রাত তিনটার দিকে খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তের নেতৃত্বে একদল পুলিশ  পৌর এলাকার রাজাপট্টিতে পৌছায়। সেখানে নৈশ প্রহরীদের একজন আব্দুস সামাদ (৮০) কে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামা সানজিদা তাকে মৃত্যু ঘোষণা করেন। 

Translate »