

স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম আহমেদ আব্বাস ও সাবেক কাশিমপুর ইউনিয়ন জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি নুরুজ্জামান চিশতী কে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ঘোষণা করা আপত্তি ও ক্ষুব্ধতা প্রকাশ করেছে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার রাতে কাশিমপুর থানাধীন হাতিমারা কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার ১-৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীসভায় পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশের সময় এই আপত্তি প্রকাশ করে ওয়ার্ড আওয়ামী লীগের ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীরা। প্রবীণ আওয়ামী লীগ নেতা কর্মীরা কর্মীসভায় বলেন,বিএনপি ক্ষমতায় থাকাকালীন আব্বাস ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার প্রতিটি আওয়ামী লীগের কর্মীদের বাড়িতে তিনি হামলা চালিয়েছেন। এমনকি থাকে বিএনপি ক্ষমতায় থেকে সরার পর ১ ডজনেরও বেশি নাশকতা ও জ্বালাও-পোড়াও মামলার বর্তমান আসামি তিনি। আর সাবেক কাশিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নুরুজ্জামান চিশতী তিনিও এলাকার বিভিন্ন মিল ফ্যাক্টরিতে প্রতিনিয়ত চাঁদাবাজি করত। চাঁদা না দিলে কারখানা কর্তৃপক্ষ মারধর ও জ্বালাও-পোড়াও নাশকতা মামলা সহ নানা অভিযোগ রয়েছে দুই জনের বিরুদ্ধে। এমন বিতর্কিত বিএনপি-জামাতের এজেন্টের দলে ভিড়িয়ে দলের সুনাম নষ্টকরতে দিতে পারি না। গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার ১-৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,খোরশেদ আলম রানা। একাধিক ক্ষুব্দ নেতাকর্মীরা পরিচিতি সভায় সাবেক কাউন্সিলর আব্বাস ও সাবেক শ্রমিকদলের সভাপতি নুরুজ্জামানের নাম প্রকাশ করলে পরিচিত সভার অধিকাংশ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে থাকে। প্রতিবাদের মুখে পড়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান তাদের কার্যনির্বাহী সদস্য পদ মৌখিকভাবে স্থগিতাদেশ দেন।
আপনার মতামত লিখুন :