জোড়া গোল সাবিনার , প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ / ২৪৯
জোড়া গোল সাবিনার , প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
Spread the love

বিকেলে ছেলেরা মালদ্বীপের জালে দিয়েছে ৫ গোল। সেটি সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের খেলা। সন্ধ্যায় নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাবিনারাও মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

বিরতি পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে ৩-০ গোলে। শুরু থেকে আক্রমণ, গোলের সুযোগ। তবে স্কোর লাইনে গোল বসাতে বাংলাদেশের মেয়েদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত।

বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন সাবিনা খাতুন। দুই মিনিট পর আবার গোল। এবার গোলদাতা মাসুরা পারভীন। অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে। ওই গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Translate »