চৌহালীতে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপির) নলকুপ বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ / ২৬৮
চৌহালীতে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপির) নলকুপ বিতরণ
Spread the love
চৌহালী (সিরাজগঞ্জ)  সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গরীব, নদী ভাঙনে অসহায়  ২৭ পরিবারের মাঝে নকলকুপ বিতরণ করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বার্ষিকী উন্নয়ন প্রকল্পের (এডিপির) অর্থায়নে নকলকুপ বিতরণ অনুষ্ঠানে ইউ,এনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী  সাখাওয়াত হোসেনের সঞ্চালনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের  সাধারন সম্পাদক  ফারুক সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, পিআইও মোহাম্মদ মজনু মিয়া , আ’লীগের সাংগঠনিক সম্পাদক  মাসুম সিকদার , হিসাবরক্ষণ তহিদুল ইসলাম ও  স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি মোল্যা রবিউল ইসলাম  ভিপি প্রমুখ।
Translate »