চারিদিকে সাপ


প্রকাশের সময় : জুন ৩০, ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ / ৩১০
চারিদিকে সাপ
Spread the love

মাহমুদা সুলতানা

আমি ভয়ে কুঁকড়ে উঠি।

আমি সহজ ভাবে রাস্তায় হাঁটতে পারিনা।

আমি আমার ঘরেও সহজ ভাবে

চলতে পারি না কথা বলতে পারি না।

 

আমি কথা বলতে ভয় পাই।

ঐ দেখ ঐ দেখ এদিকে ওদিকে

কত শত জোক বিচ্ছু,

ওরে বাবা সাপ!!

কিলবিল করছে।

 

কোথায় পা ফেলবে,

একটু জায়গা খুঁজে পাই না।

আমি কথা বললে কন্ঠ রোধ করে দেয়।

হাঁট গেলে পায়ে বেরি পরিয়ে দেয়।

 

পড়তে গেলে বই কেড়ে নেয়।

কোকিল আর দেখি না,

সাপের ডিমে কোকিল ছানা কি হয়?

সাপে ছয়লাপ এই বাংলা।

Translate »