গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা
প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৪:২৯ পূর্বাহ্ণ /
৩১০

গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে নগদ ১ লাখ টাকা ও ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে এসব মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুর রাফিউল আলম। এতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকিরসহ স্থানীয় বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা প্রতিনিধি -নিশাম সরকার
Post Views: ২৮৫
আপনার মতামত লিখুন :