কুয়াকাটা সমূদ্রে ধরা পড়লো পাখি মাছ!


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ / ২৮২
কুয়াকাটা সমূদ্রে ধরা পড়লো পাখি মাছ!
Spread the love

মোঃ জুলহাস মোল্লা :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১শ‘৮৫ কেজি ওজনের ১ টি পাখি মাছ। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ’ দেড় ফুট। গতকাল রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের মহিপুর ফিস মৎষ্য আড়তে নিয়ে আসা হয়। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। এমাছ দ্রুতগামী এবং সচরাচর ধরা পড়েনা।

Translate »