কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ / ২৬৬
কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত
Spread the love

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহত হয়েছেন কয়েকজন।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

তবে তিনি ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৭টার দিকে তেল দেওয়ার সময় পাম্পে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাম্প মেশিন বিস্ফোরণ হয়। এতে দুজন মারা গেছেন, দগ্ধ হয়ে আহত হয়েছেন কয়েকজন।

Translate »