উদি পুরোপরি দখলে নেওয়ার দাবি রাশিয়ার


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ / ২৬৫
উদি পুরোপরি দখলে নেওয়ার দাবি রাশিয়ার
Spread the love

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের উদি গ্রাম পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ রোববার এক নিয়মিত ব্রিফিংয়ে এই দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ইগর কোনাশেনকভ বলেন, রুশ বাহিনীর আক্রমণাত্মক অভিযানের ফলে উদি পুরোপুরি মুক্ত হয়েছে।

এর আগে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল রাশিয়া।

এদিকে, তবে রাশিয়ার দাবি নাকচ করে দিয়ে পিস্কি গ্রামে ভয়াবহ লড়াই চলছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুকে জানিয়েছে, দখলকারীরা ওলেক্সান্ড্রোপল, ক্রাসনোহরিভকা, আভদিভকা, মেরিঙ্কা এবং পিস্কির দিকে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে চলছে তীব্র লড়াই।

Translate »