

অভিনয়
সিমা এম জাহান
চলছে—
আমার সাথে তোমার
তোমার সাথে আমার
অভিনয়।
রোজকার ব্যপার-
নাটক লিখছি
তুমিও লিখছো
দুজনই চরিত্র।
অভিনয়েও পিছুটান-
তোমার যেমন,আমারও তাই
শুরু করছি থেমে যাচ্ছি
থেমে থেমে শুরু করছি।
বলছি ভালবাসি-
কথায় কাজে মিলছিনা
কারনে অকারনে ন্যাকামি
ফিরছি অভিনয়ে।
প্রেমে শুন্যতা-
গোপনে ঢাকা তুমি আমি
দেখানো বিশ্বাসে আত্মগোপন
দুজন প্রকাশ দুইদিক।
আপনার মতামত লিখুন :