১ সেপ্টেম্বর থেকে ওএমএসের চাল বিক্রি


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২২, ৭:০৮ অপরাহ্ণ / ২৬১
১ সেপ্টেম্বর থেকে ওএমএসের চাল বিক্রি
Spread the love

১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। এর পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।

অধিকন্তু, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

Translate »