রাজু ছিল খুব সত্যবাদী আর ভালো মনের ছেলে। সে চট্টগ্রামের এক ছোট্ট গ্রামে তার বাবা-মায়ের সঙ্গে থাকত। রাজুর বাবা ছিলেন একজন আইনজীবী, আর মা ছিলেন স্কুলের শিক্ষিকা। ছোটবেলা থেকেই রাজু শিখেছিল— সত্য বলা, নিয়ম মানা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় শক্তি।
একদিন বিকেলে রাজু তার বন্ধুদের সঙ্গে খেলতে বের হলো। খেলার মাঝে সে হঠাৎ রাস্তার ধারে একটা পুরোনো, ধুলো-মাখা বই দেখতে পেল। বইয়ের মলাট ছিল সোনালি রঙের, আর তার ওপরে বড় অক্ষরে লেখা— “যাদুর আইন বই”!
রাজু কৌতূহলী হয়ে বইটি তুলতেই সেটা ঝলমল করতে লাগল! সে ভয় পেয়ে হাত ছাড়তে চাইল, কিন্তু বইটা যেন নিজেই তার হাতে লেগে রইল। বই খুলতেই ভেতর থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে এল—
“এই বই শুধু সেই পড়তে পারবে, যে সত্য কথা বলে, ন্যায়বিচার চায়, আর আইনের পথ অনুসরণ করে!”
রাজু বিস্মিত হয়ে বইয়ের পাতা উল্টাতে লাগল। সে দেখতে পেল, এই বইয়ে এক অদ্ভুত নিয়ম লেখা আছে—
পরদিন রাজু বইটি স্কুলে নিয়ে গেল। সে তার বন্ধুদের বলল, “দেখো, এই বই আমাদের ন্যায় ও অন্যায়ের পার্থক্য শেখাবে!”
তার বন্ধু সোহান বলল, “আরে, এসব কিছুই না! আমি তো গতকাল এক চকলেট দোকান থেকে চুপিচুপি একটা লজেন্স নিয়েছিলাম, কিন্তু আমার কিছুই হয়নি!”
সেই কথা বলার সঙ্গে সঙ্গেই সোহানের হাত চুলকাতে শুরু করল! সে চুলকাতে চুলকাতে বলল, “ওরে বাবা! এ কী হলো!”
রাজু মুচকি হেসে বলল, “দেখলে তো, অন্যের জিনিস চুরি করলে কী হয়!”
এরপর রিয়া বলল, “আমি তো কখনো মিথ্যা বলি না, কিন্তু কাল আম্মুকে বলেছিলাম যে আমি পড়াশোনা করছি, অথচ আসলে আমি কার্টুন দেখছিলাম!”
ঠিক তখনই রিয়ার নাক একটু বড় হয়ে গেল! সবাই অবাক হয়ে গেল!
রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, “আমি আর কখনো মিথ্যা বলব না!”
এভাবে একে একে সবাই বুঝতে পারল যে, মিথ্যা বলা, চুরি করা বা অন্যায় করা ভালো অভ্যাস নয়। তারা ঠিক করল, এখন থেকে সবাই সত্য কথা বলবে, নিয়ম মানবে, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
কয়েক মাস পর রাজুর বাবা তাকে নিয়ে শহরের আদালতে গেলেন। সেখানে রাজু দেখল, তার বাবা কোর্টে মানুষের জন্য ন্যায়ের জন্য লড়াই করছেন। রাজু ভাবল, “একদিন আমিও বাবার মতো একজন আইনজীবী হব, মানুষের জন্য ন্যায়বিচার আনব!”
সেই দিন সন্ধ্যায় রাজুর ঘরে এক অদ্ভুত জ্যোতি দেখা গেল। সেই আলো বইয়ের ভেতর থেকে বেরিয়ে এসে রাজুকে বলল—
“তুমি সত্যবাদী, ন্যায়ের পথে চলেছ। তোমার জন্য একদিন বড় কিছু অপেক্ষা করছে!”
রাজু মুচকি হাসল, কারণ সে জানত, সত্যবাদিতা আর ন্যায়বিচারের চেয়ে বড় যাদু আর কিছু নেই!
লেখক: মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এডভোকেট ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম।
আপনার মতামত লিখুন :