

জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় অন্বেষণ ও পুলিশ বাহিনীর মধ্য থেকে ভালো কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২’।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম বান্দরবান জেলা পুলিশের মধ্যকার খেলা দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই চ্যাম্পিয়নশিপে চারটি গ্রুপে মোট ১৫টি দল অংশ নিয়েছে।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই খেলায় চারটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে ডিএমপি, এসএমপি, ময়মনসিংহ রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা রেঞ্জ, সিএমপি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। ‘গ’ গ্রুপে রয়েছে এপিবিএন, আরএমপি, রংপুর রেঞ্জ ও সিলেট রেঞ্জ। আর গ্রুপ ‘ঘ’ তে রয়েছে কেএমপি, খুলনা রেঞ্জ, আরআরএফ বরিশাল ও রাজশাহী রেঞ্জ।
রোববার (২৮ আগস্ট) সকালে মিরপুর পিওএম কাবাডি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :