লায়ন্স ক্লাব অফ চিটাগাং মিরসরাই কর্তৃক চক্ষু শিবির সম্পন্ন


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ / ২৭৯
লায়ন্স ক্লাব অফ চিটাগাং মিরসরাই কর্তৃক চক্ষু শিবির সম্পন্ন
Spread the love

লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর উদ্যোগে ফ্রী চক্ষু শিবির  ১৩ আগস্ট লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই ও লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর উদ্যোগে মিরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নে লায়ন ডাঃ এস এ ফারুক এর বাড়িতে ফ্রী চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরিক্ষা, ব্লাড প্রেশার চেক ফ্রি চশমা বিতরণ এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়। ৭৫০ জনের চক্ষু পরিক্ষা করে ১৫০ জনকে অপারেশন এর জন্য বাচাই করা হয় এবং ২৩০ জনকে ফ্রী চশমা দেওয়া হয়। ৭৫০ জনের ব্লাড প্রেশার চেক করা হয়। ৪০০ জনের ডায়াবেটিস পরিক্ষা করা হয় এবং ২০ জন এতিমের মাঝে খাবার পরিবেশন করা হয় এতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াছ সিরাজী লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাই এর প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন লায়ন ডাঃ এস এ ফারুক লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর ভাইস প্রেসিডেন্ট লিও আসিফ সেক্রেটারি লিও রাহাত ট্রেজারার লিও অন্তু লিও জাহিন লিও আইনুল লিও মেহেদী প্রমুখ

Translate »