

এশিয়া কাপের চলমান ১৫তম আসরের নবম ম্যাচে ভারতের মুখোমুখি শ্রীলংকা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা।
এই ম্যাচটি এশিয়া কাপে রেকর্ড ৮ আসরের শিরোপাজয়ী ভারতের জন্য বাঁচা মরার লড়াই। কারণ তারা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত।
অন্যদিকে শ্রীলংকা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ জিতলে সবার আগেই ফাইনালে উঠবে এশিয়া কাপের দুই আসরের শিরোপাজয়ী শ্রীলংকা।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ২৫ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। অতীতের সেই সাক্ষাতে ভারত একক আধিপত্য বিস্তার করে ১৭ ম্যাচে জয় লাভ করে। আর শ্রীলংকা জয় পায় মাত্র ৭ ম্যাচে। একটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দিপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, ধানুস্কা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, ওয়ানেন্দু হাসারঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহিশ থাকসেনা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা।
আপনার মতামত লিখুন :