বিশ্ব বাবা দিবস উপলক্ষে একটি কৃতজ্ঞ হৃদয়ের নিবেদন


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ / ২০
বিশ্ব বাবা দিবস উপলক্ষে একটি কৃতজ্ঞ হৃদয়ের নিবেদন
Spread the love

বাবার ঘামে গড়া জীবন, ভাইয়ের কাঁধে গড়া স্বপ্ন — আমার জীবনের ভিত্তিপ্রস্তর

 

বিশ্ব বাবা দিবস উপলক্ষে একটি কৃতজ্ঞ হৃদয়ের নিবেদন

✍️ এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু

 

আজ বিশ্ব বাবা দিবস। এটি সেই দিন, যেদিন আমরা আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম রক্ষক এবং প্রথম ভালোবাসা—আমাদের বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি। এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই আমার জীবনের দুই আলোকবর্তিকাকে—আমার পিতা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই।

আমার বাবা একজন সংগ্রামী শ্রমজীবী মানুষ। তিনি আনোয়ারা জুট মিল লিমিটেডে দীর্ঘদিন একজন দক্ষ হেড মেকানিক হিসেবে কাজ করেছেন। ১৯৮৫ সালে—যে বছর আমি জন্মগ্রহণ করি—তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পরও তিনি থেমে থাকেননি। পরিবারে তিন ভাই, তিন বোন, দাদা-দাদীসহ আট সদস্যের সংসার—এই পুরো পরিবারের ভার কাঁধে তুলে নেন।

আমরা যখন ছোট, তখন বাবা এমন কোনো পরিশ্রম ছিল না যা তিনি করেননি। আমাদের মানুষ করতে গিয়ে তিনি জীবনভর সংগ্রাম করেছেন, কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি। সততা, অধ্যবসায় ও আত্মমর্যাদাবোধে বিশ্বাসী এই মানুষটি আমাদের জীবনের মেরুদণ্ড। আজও তিনি আমাদের পরিবারের চালিকাশক্তি হয়ে আছেন।

আমাদের মা-ও ছিলেন এই সংগ্রামে বাবার পরিপূর্ণ সহযাত্রী। তিনি কেবল একজন গৃহিণী নন, ছিলেন আদর্শ মা ও পিতা-সম অভিভাবক। তাঁর নিঃস্বার্থ পরিশ্রম, গভীর মমতা ও সুশৃঙ্খল জীবনদর্শন আমাদের চলার পথে প্রেরণা জুগিয়েছে। মা আমাদের কাছে ছিলেন নৈতিকতা ও আদর্শের প্রতীক।

আর যখন বাবার কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার সময় এল, তখন আমাদের পরিবারের দ্বিতীয় চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হন আমার বড় ভাই লায়ন মোহাম্মদ শাহজাহান। আমি যখন পরিবারের চতুর্থ সন্তান, তখন তিনি কেবল বড় ভাই ছিলেন না, ছিলেন একজন অভিভাবকের মতোই। নিজের জীবন সংগ্রামের পাশাপাশি তিনি আমাদের ভাইবোনদের গড়ার কাজে নিজেকে নিবেদিত করেন। তিন বোনকে যথাযথ মর্যাদার সঙ্গে বিবাহ দেওয়া, ভাইদের শিক্ষার ব্যবস্থা করা—সবকিছুতেই তিনি ছিলেন অগ্রগামী, সাহসী ও দূরদর্শী।

আজ আমি যদি নিজেকে সামান্য সফল মানুষ হিসেবে দাবি করি, তবে এর পেছনে একমাত্র অবদান আমার বাবা, আমার মা এবং আমার বড় ভাইয়ের। আমার জীবনের যতটুকু ব্যর্থতা আছে, তা কেবল আমার নিজের। কিন্তু যতটুকু সাফল্য, তার সবটাই তাঁদের অবদান।

আজ বিশ্ব বাবা দিবসে আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় পিতাকে—তিনি এখনো আমাদের পাশে আছেন, তাঁর উপস্থিতি আজও আমাদের পরিবারে শক্তি ও আশ্বাসের প্রতীক। একইসাথে কৃতজ্ঞতা জানাই আমার মা ও আমার বড় ভাইকে—যাঁদের ভালোবাসা, ত্যাগ ও আদর্শ আমাকে আজকের আমি বানিয়েছে।

এই দিনে আমাদের সবার উচিৎ কেবল নিজের পিতাকেই নয়, জীবনপথে যাঁরা পিতার মতো দায়িত্ব পালন করেছেন, ভালোবেসেছেন, আগলে রেখেছেন—তাঁদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো।

 

শুভ বিশ্ব বাবা দিবস।

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় প্রণত আমি—

আমার পিতা, আমার মা ও আমার বড় ভাইয়ের প্রতি।

 

✍️

এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু

অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম

চেয়ারম্যান, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ

Translate »