শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় চার নারীর মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ২:২৬ অপরাহ্ণ / ২৫৭
শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় চার নারীর মৃত্যু
Spread the love

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ (শুক্রবার) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির ঢাকা পোস্টকে বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

Translate »