

ফারুক হোসেন, যশোর জেলা প্রতিনিধি :
বিএনপির খুলনা বিখাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
বুধবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা বিএনপির সদস্য হাজী আনিচুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনঞ্জুরুল হক খোকন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের স ালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :