বাউফলে বিএনপি নেতার বক্তব্যে তোলপার


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ / ২৯৭
বাউফলে বিএনপি নেতার বক্তব্যে তোলপার
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

আগষ্ট মাস শোকের মাস। বগার মত জায়গায় একত্রিত হয়ে কথা বলতেছি, শুনতে পারতেছি এ জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি।বৃহস্পতিবার বগা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মৃধার এ বক্তব্যে সম্মেলনে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হতভম্ব হয়ে যান। বিএনপি নেতার এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের সমালোচনার শিকার হন। তবে আওয়ামী লীগের কয়েক নেতা বিএনপি নেতা সত্য স্বীকার করে এ বক্তব্য দেয়ায় সাধুবাদ জানিয়েছেন। এর আগেও
পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঃ জব্বার নৌকা মার্কা প্রার্থীর পক্ষে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করে বিতর্কিত হয়েছিলেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন করে উপজেলা বিএনপি। এরপর আসে আগষ্ট মাস। এ মাস শোকের মাস তাই বাকী ৬টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। তবে কেন্দ্র থেকে সম্মেলন অনুষ্ঠানের তাগিদ দেয়া হলে গত মঙ্গলবার বিকালে কালিশুরি ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসভবনের ছাদে।এ নিয়েও তৃনমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিএনপি’র আহব্বয়ক কমিটির একাধিক নেতা বলেন, আগষ্ট মাস আওয়ামী লীগের জন্য শোকের মাস,বিএনপি’র জন্যতো নয়। বিএনপি নেতার মুখে শোকের মাস বলতে শুনে আমি হতভম্ব হয়ে যাই। এ ধরণের নেতারা কিভাবে দলের এমন গুরুত্ব পূর্ন দায়িত্ব পেয়েছে। এই নেতাতো একজন ইউনিয়ন বিএনপি’র আহব্বায়কেরও যোগ্য না।এতে প্রমানিত হয়, বাউফল উপজেলা বিএনপির নেতৃত্ব অযোগ্য লোকদের হাতে হাতে চলে গেছে। অবিলম্বে এই নেতার বহিস্কার করে যোগ্য লোকদেরকে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান তিনি।

Translate »