বাউফলে বিএনপির বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ / ২৫৮
বাউফলে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

জ্বালানী তেল, বিদ্যুৎ লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি সহ সকল প্রকার দ্রব্য মূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত, বিএনপির নেতাদের গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার কালাইয়া ল্যাংড়া মুন্সির পুল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালাইয়া বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিকহারে মূল্যবৃদ্ধি করেছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ভোলাতে দলের নেতাকর্মীদের হত্যা করেছে এ সরকার। আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হঠানোর আন্দোলন জোরদার করারও আহ্বান জানান নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আঃ জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,যুগ্ম আহবায়ক লেলিন,উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম, সাধারণ সম্পাদক মজিবর মৃধা সহ স্থানীয় নেতারা।

Translate »