

বিদুষ রায়,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে রাতে জলাশয়ে(বিল)থেকে
মাছ ধরতে গিয়ে সকালে লাশ হয়ে ফিরল পেশাদার
জেলে লালবাবু(৩৪)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে
উপজেলার পবনাপুর ইউনিয়নের নাটগাড়ি বিল-এ।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ-পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়,উপজেলার
পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া(মাঝিপাড়া)গ্রামের
স্বর্গীয় হৃদয় চন্দ্রের ছেলে লালবাবু অন্যান্যদিনের ন্যায়
সোমবার রাতে ওই বিলে মাছ ধরতে যায়। রাত শেষে বাড়িতে না ফেরায় তাঁর পরিবার দুশ্চিন্তায় পড়ে যান। মঙ্গলবার সকালে সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও লালবাবুর সন্ধান না পাওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে পাড়াপ্রতি বেশিকে জানানো হয়।এরই একপর্যায় নাটগাড়ি বিলে লালবাবুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এসময় পরিবারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত)দীবাকর
বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য
গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।লালবাবুর স্বাভাবিক
মৃত্যু হয়েছে না-কি তাঁকে পরিকল্পিত হত্যা করা হয়েছে
রিপোর্ট হাতে এলেই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ; স্ত্রী-সন্তানসহ একমাত্র উপার্জনক্ষম লালবাবুর
রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকাভিভূত পরিবারটির মাঝে চরম হতাশাসহ ঘোর অনামিশা নেমে এসেছে।
চেনা-পরিচিত জেলে লালবাবুর এমন মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :